‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ’

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের । আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। সংবাদ সংগ্রহকালে নিরাপরাধ সংবাদকর্মীদের ওপর হামলা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’

জি এম কাদের বলেন, ‘এমনিতেই দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিভিন্ন নিবর্তনমূলক আইনের কারণে দেশের গণমাধ্যমে বেড়েছে সেলফ সেন্সরশিপ। এছাড়া বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের গণমাধ্যম সাধ্যমতো চেষ্টা করে তথ্য প্রবাহ সচল রাখছে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা অসম্ভব। তাই, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিশ্চিত করতে হবে গণমাধ্যমকর্মীদের সব নিরাপত্তা।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় একইভাবে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

 জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি আজিজ আল কায়সার শর্তসাপেক্ষে জামিন পান। কিন্তু তিনি জামিনে মুক্তির পর তিনি জামিনের শর্ত ভঙ্গ করেন। তাই আজ আমরা জামিন বাতিলের আবেদন করিলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে গত বছরের ডিসেম্বরে আজিজ আল কায়সারের স্ত্রী তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তিন মামলা গ্রহণ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। আজিজ আল কায়সারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

মরলে সবাইকে নিয়ে মরব’ সুইসাইড নোট লিখে হুমকি অভিনেত্রীর

 

সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে পোস্ট করেছেন কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে হাতে লেখা ওই চিঠিতে পায়েল লেখেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’

তার এ পোস্ট দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মনোবিদের পরামর্শ নেওয়ার উপদেশ দিয়েছেন।
অভিনেত্রীর এমন পোস্টের বিষয়টি মুম্বাই পুলিশও জেনেছে। আরেক পোস্টে পায়েল লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’

অভিনেত্রী সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে খানিকটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কার বা কাদের উদ্দেশে তার এই পোস্ট, তা স্পষ্ট করেননি পায়েল।

বছর দুয়েক আগে, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন পায়েল। এরপর থেকেই একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ইনস্টাগ্রামে সুইসাইড নোটের ছবি পোস্ট করে আলোচনায় এলেন পায়েল।

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে (র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র‍্যাব ১১ সদস্যরা । মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মানাধীন ভবন দেখাশুনা করতো। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের নিকট হতে তার তত্ত্বাবধানে উক্ত নির্মানাধীন ভবনের জন্য চাঁদা দাবী করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকিরগ্রুপ রাকিবের উপর ক্ষুদ্ধ হয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে গ্রেফতারকৃত আসামি জাকির ও ইলিয়াসসহ জাকিরগ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে ভিকটিম রাকিবের উপর হামলা করে। আসামিদের নিকটে থাকা দেশীয় অস্ত্র দ্বারা নৃশংসভাবে ভিকটিম রাকিবকে উক্ত ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আলীকদমে মাহিন্দ্র দুর্ঘটনায় শিক্ষার্থী, নারী-শিশু সহ আহত ৯

 

লামা-আলীকদম সড়কের রেপারপাড়া কেরারঝিরি এলাকায় মাহিন্দ্র দুর্ঘটনায় স্কুল ছাত্র-ছাত্রী, নারী-শিশু সহ ৯জন আহত হয়েছে। আহত ৯ জনকে লামা হাসপাতালে আনা হয়। এসময় গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার এবং বাকী ৬ জনকে লামা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া কেরারঝিরি এলাকায় বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনই চৈক্ষ্যং পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী। তারা স্কুল শেষে মাহিন্দ্র করে চৈক্ষ্যং ইউনিয়নের সিবাতলী এলাকায় বাড়ি ফিরছিল। এছাড়া গাড়িতে যাত্রী হিসাবে আরো কয়েকজন নারী-শিশু ছিল। দুর্ঘটনাস্থল থেকে লামা সরকারি হাসপাতাল কাছে হওয়ায় তাদের এখানে আনা হয়। এসময় আহত, শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে আসে।

লামা হাসপাতালে ভর্তি আহতরা হলেন, লিজা আক্তার (১৫), মোঃ জীবন (১৩), শেফুফা আক্তার (১৪), জান্নাত আক্তার (১৬), আবু বক্কর (২), মোঃ শান্ত (১২), মোঃ রাজু (১২), জোসনা বেগম (২০) ও মোঃ শামীম (১৭) ড্রাইভার। আহত শিক্ষার্থী, নারী-শিশু সবাই চৈক্ষ্যং ইউনিয়নের সিবাতলী এলাকার বাসিন্দা। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় শিক্ষার্থী মোঃ রাজু, মোঃ শান্ত ও ড্রাইভার মোঃ শামীম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত শিক্ষার্থী মোঃ জীবন জানায়, স্কুল ছুটি হলে তারা রেপারপাড়ি বাজার থেকে মাহিন্দ্র করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি খুব জোরে চালাচ্ছিল ড্রাইভার। রেপারপাড়া বাজার থেকে একটু সামনে এসে কেরারঝিরি নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে যায় এবং সবাই চাপা পড়ে।

মাহিন্দ্রার অপর যাত্রী জোসনা বেগম বলেন, ছোট বড় মিলে ড্রাইভার সহ আমরা গাড়িতে ১২জন ছিলাম। অল্প বয়সী ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাই ও অদক্ষ ড্রাইভার হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম বলেন, আমরা ৪জন ডাক্তার ও ৫জন সহযোগীর একটি মেডিকেল টিম দ্রæত আহতদের চিকিৎসা প্রদান করি। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাহিরে রেফার করা হয়েছে।

ঢাকার যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ বা মেইনটেন্যান্স কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলবে। এ জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় সকাল ৭টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময় উপকেন্দ্রের আওতাধীন এলাকা অর্থাৎ ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় লোডশেড হতে পারে বলে জানানো হয়েছে।

শাটডাউন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

Mojibor The country's only Heritage Archives in Rajshahi is a living museum of history

 Noman News The country's only Heritage Archives in Rajshahi is a living museum of history

1. On 23 October 2022 at 13.00 hours, under Motihar police station of Rajshahi city, conducting an operation in Talaimari intersection area, they recovered (1) ganja-12.7 kg, (2) mobile-01, (3) SIM card-01 and accused 1. Md. Anand Mridha (20), father-deceased Monwar Mridha, Permanent Sang Chawga, Upazila/Thana-Vedarganj, District-Shariatpur, Present tenant of Sang Bus Mier Bari, Behind Islamia Hospital, Sayedabad, Upazila/Thana- Jatrabari, District-Dhaka. who arrested 2. Disclosure in the details of the incident:- Based on the intelligence information, the joint operation team of RAB-5, CPSC and CPC-1 of Rajshahi came to know that 01 passenger bus of Desh Travels

whose Reg No.-Dhaka Metro-B-14-6958 (Seat No.-G- 3) 01 person is coming towards Rajshahi along with narcotic ganja in passenger base. As soon as the matter came to know, the Motihar police station of Rajshahi metropolis conducted a check post on the Bhadra-bound highway in front of the under-construction building of Bangabandhu Square at Talaimari intersection. During the check post, the Desh Travels bus from Dhaka to Rajshahi came in front

of the check post and stopped on the side of the road with a signal. While searching the bus, the person was arrested while sitting in G-3 seat 01 inside the bus. 3. The accused was interrogated that the illegal drug marijuana was hidden in the back luggage box of the bus. He said that he would collect the narcotic ganja from an unknown place in Comilla district and sell it to an unknown person in Rajshahi district and earlier several times he had similarly collected ganja and transported it to drug dealers in different parts of the country including Rajshahi. In this regard, a case is being registered against the accused at the Motihar police station of Rajshahi city.

For the purpose of collecting and preserving Bangladesh's history and heritage materials, Professor Dr. He told the story of the beginning of the Mahbubur Rahman Archive Museum. This former professor of the history department said, 'I was once disappointed while doing a PhD on local history. The main reason was the lack of information. I went down to collect information and found that information about local history is not available anywhere. Then in the 90s, I went to an archive in the Netherlands and saw that posters, leaflets, banners, festoons and periodicals were collected there. From there I decided to build a heritage archives in Bangladesh as well.

Mentioning that he established this exceptional collection out of personal interest, he said, "In 1998, I started collecting leaflets, posters and various school-college memorabilia and anniversaries at home as a personal initiative. I used to teach students then. I used to tell them that if they get souvenirs and anniversaries in their schools and colleges, they should bring them to me. I got quite a response. Along with the students, friends also started giving leaflets, banners, posters, souvenirs and books. Every day I used to buy books and magazines at the rate of kg from the old book shop in Rajshahi's Sahib Bazar. In this way, I once bought two Bichitra magazines. I started collecting them at home from 2002.